আসসালামু আলাইকুম,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের আগামী ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩ মাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি:-
১- সেপ্টেম্বর ১ থেকে ১২ তারিখ (চলতি মাস) মাত্র ৩০ হাজার টাকার সেলসে কম্পলিট স্যুট (মেয়েদের জন্য বেনারসি পল্লী থেকে শাড়ি অথবা থ্রি পিছ).
২- সেপ্টেম্বর,অক্টোবর,নভেম্বর এই ৩ মাস মিলে আমাদের অসংখ্য নতুন প্রোডাক্টস সহ ১০লাখ টাকায় কেউ ডিলার বিক্রয় করলে একটি ১২৫সিসি মোটরসাইকেল গিফট পাবেন প্রতিষ্ঠা বার্ষিকীতে (এখানে উল্লেখ যে যিনি ডিলার নিবেন ওনি ১০ লাখ টাকার সার্ভিস একবারেই নিতে হবে এবং ১০ লাখ টাকার স্টক এভেইলএভেল রাখতে হবে সবসময়)।
৩- চলতি মোটরসাইকেল গিফট চাইলে আমাদের পুরাতন ডিলার যারা আছেন তারাও উল্লেখিত শর্ত সাপেক্ষে গ্রহণ করতে পারবেন।
৪- সেপ্টেম্বর,অক্টোবর,নভেম্বর এই ৩মাসে কেউ তার দায়িত্বপ্রাপ্ত টিমসহ মোট ১৫টি স্টকিস্ট বিক্রয় করলেও মোটরসাইকেল গিফট পাবেন( এখানে উল্লেখ যে স্টকিস্ট আইডিতে নুন্যতম স্টক ৫০ হাজার টাকা সবসময় বাধ্যতামূলক থাকতে হবে)।
৫- আপনার ব্যবসাকে গতিশীল করতে আগামী ৩মাসে পর্যায়ক্রমে মোট ২০টি নতুন পণ্য এবং চলমান পণ্যসমুহের সকল ধরনের প্যাকেজিং পরিবর্তন সহ নতুন গেটাপ ও আরো ভালো কোয়ালিটতে হাতে পাবেন।
আপনার ব্যবসাকে গতিশীল করতে উপরে উল্লেখিত বোনাস গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
* আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আরো বেশি জমকালো আয়োজনের মাধ্যমে হবে- ইনশাআল্লাহ।
এইভারের প্রোগ্রাম আমরা আপনাদের সবার ত্যাগ ও সেক্রিফাইজকে যথাযথ সম্মান করতে পারবো বলে আশাকরি।
আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে যাবে জিডিএম,যেখানে মানুষের স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করার জন্য দৃড় প্রত্যয় ব্যাক্ত করছি।
সকলের জন্য শুভকামনা রইলো।
কাজী শাহাদাত হোসেন রুবেল
ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও
জিডিএম